ইন্দোনেশিয়ার পালু শহরে ক্রমশ বেরিয়ে আসছে ভয়াবহ সব চিত্র। একের পর এক লাশ বেরিয়ে আসছে। তারপরও উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ বলেছে, ধ্বংসস্তূপ পরিণত হয়েছে গণকবরে। আশঙ্কা দেখা দিয়েছে রোগ ছড়িয়ে পড়ার। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছেন মানুষ। একটি হোটেল ও শপিং সেন্টার ধসে পড়ার পর তার ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। তাদের কাছে উদ্ধার কাজের জন্য ভারি যন্ত্রপাতি নেই। যেসব যন্ত্রপাতি আছে তা দিয়ে এত বেশি ভবনের ধ্বংসস্তূপ সরানো সম্ভব নয়। শুক্রবার ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ায়। ওই সময় সুনামি সতর্কতা দেয়া হয়েছিল। কিন্তু যখন সুনামি শুরু হয়, জলোচ্ছাস আঘাত করে তখনও ওই সতর্কতা অব্যাহত ছিল কিনা তা নিশ্চিত নয়। রোবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। তিনি উদ্ধারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জীবিতদের উদ্ধারের জন্য দিনরাত কাজ করতে। তিনি উদ্ধার অভিযানে আন্তর্জাতিক সহায়তা নিতে রাজি হয়েছেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন