শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দলের উন্নয়ন প্রচারের মাধ্যমে তুহিন আহাম্মদের জনসংযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৮, ৮:১৫ পিএম

সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের উন্নয়ন ও সফলতার গল্প বলেই জনসংযোগ করছেন নেত্রকোণ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিন আহাম্মদ খান। আজ তার নির্বাচনী এলাকা পূর্বধলার ঘাগড়া, আগিয়া, হোগলা, জারিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।পরে ধলামূলগাঁও ইউনিয়নেও গণসংযোগ করেন।

এসময় উপস্থিত জনগনের উদ্দেশ্যে তুহিন আহাম্মদ খান বলেন, দেশের উন্নয়ন ও সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তথা চৌদ্দ দলীয় জোটকে ক্ষমতায় আনুন।ভেবে দেখুন শেখ হাসিনার আমলে দেশের কী পরিমাণ উন্নয়ন হয়েছে। মানুষের জীবন মানের কী উন্নতি হয়েছে।

তুহিন আহাম্মদ বলেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উন্নয়ন এ দুটি শব্দ এখন একাকার হয়ে গেছে। শুধু দেশে নয় বিশ্বের প্রভাবশালী দেশের নেতারাও এখন শেখ হাসিনাকে সামনে রেখে কথা বলেন। অনুকরণ করেন। এসময় ভোটের মাধ্যমে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যে উপস্থিত জনগণকে অনুরোধ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন