রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জয় পেলো শেখ জামাল

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের ‘ই’ গ্রæপে টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয় পেলো বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ৩-২ গোলে হারায় সিংগাপুরের ট্যাম্পাইন্স রোভার্সকে। তবে এই জয়টা তাদের কোন কাজে আসবে না পরিসংখ্যান সমৃদ্ধ করা ছাড়া। কারণ ‘ই’ গ্রæপে ফিলিপাইনের কেরেস লা সালে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে এবং সিঙ্গাপুরের ট্যাম্পাইন্স রোভার ও মালয়েশিয়ার সেলেঙ্গর এফসি সমান সংখ্যাক ম্যাচে সাত পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থস্থানে রয়েছে। আর পাঁচ ম্যাচে শেখ জামালের পয়েন্ট তিন।
ওয়েডসন আনসেলমি, এমেকা নুয়োহা ও ল্যান্ডিং ডারবোয়েই যেন শেখ জামালের ত্রানকর্তা। ঘরোয়া আসর স্বাধীনতা কাপে এই বিদেশীদের উপর ভর করেই গ্রæপ পর্বের পাঁচ ম্যাচে সর্বাধিক ১৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠেছে তারা। সেই বিদেশীরাই এএফসি কাপে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন। ম্যাচে তাদের আধিপত্য যেমন চোখে পড়েছে, তেমনি গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের দুর্বলতাও দেখা গেছে। ২-১ গোলে এগিয়ে থাকা শেখ জামালকে দ্বিতীয় গোলটি হজম করতে হয়েছে হিমেলের কারণেই। তবে ল্যান্ডিং ডারবোয়ের কল্যাণে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। কাল ম্যাচের শুরু থেকেই গোল পেতে মরিয়া ছিলো শেখ জামাল। ম্যাচের ২০তম মিনিটে এমেকার হেডে বক্সে বল পেয়ে প্লেসিং শটে গোল করেন ল্যান্ডিং ডারবোয়ে (১-০)। প্রথমার্ধের শেষ মিনিটে ট্যাম্পাইন রোভার্সের ফরোয়ার্ড পেনান্টের নিখুত কর্ণারে জোড়ালো হেডে গোল করে সমতায় ফেরান অধিনায়ক মুস্তাফিজ (১-১)। ৫৬ মিনিটে এনামুলের থ্রু পাসে বল পেয়ে বক্সে ঢুকেছিলেন ল্যান্ডিং ডারবোয়ে। তাকে আটকাতে গিয়ে বক্সে ফেলে দেন মুস্তাফিজ। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে তা থেকে গোল করেন এমেকা (২-১)। ৭০ মিনিটে আবারো ম্যাচে সমতা আসে। এবার গোল করেন ট্যাম্পাইনসের ফরোয়ার্ড বিল্লি মেহমেত (২-২)। ৮২ মিনিটে বক্সে ঢুকে দর্শণীয় শটে বল জালে জড়িয়ে ফের শেখ জামালকে এগিয়ে নেন ল্যান্ডিং ডারবোয়ে (৩-২)। বাকি সময় আর কোন গোল না হওয়ায় জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন