শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নেপালের সদস্য পদ স্থগিত

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত ২০১৫ সালের ডিসেম্বরে অ্যাড-হক কমিটির মাধ্যমে নেপাল স্পোর্টস কাউন্সিল গঠন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। কিন্তু বিতর্কিত ঘটনায় মুখ থুবড়ে পড়তে হয়েছে সংস্থাটিকে। ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে সিএএন ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। গতকাল বোর্ড মিটিং শেষে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিংন্ত্রক সংস্থাটি। নিএএনকে নিষিদ্ধের ব্যাপারে এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘চলমান মামলার আলোকে, সিএএন ও অ্যাডহক কমিটি এনএসসি দ্বারা প্রতিষ্ঠিত। যা নেপাল ক্রিকেটে নেতৃত্বে শূন্যস্থান দেখা দিচ্ছে। আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৯ লঙ্ঘন করায় সিএএন’র সদস্যপদ স্থগিত করা হয়েছে। এটি (আর্টিকেল ২.৯) ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ সমর্থন করে না এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করে।’
সিএএন গঠনের পর বির্তকিত বার্ষিক সাধারণ অধিবেশনে এর প্রেসিডেন্ট নির্বাচিত হন চাতুর বাহাদুর চাঁদ। যেখানে অনুপস্থিত থাকেন তৎকালীন প্রেসিডেন্ট তানকা আংবুহাং। পরে বোর্ডের মধ্যে দলাদলির বিষয়ে কোর্টে মামলা দায়ের করে চাতুর বাহাদুরের নেতৃত্বাধীন সিএএন। যেটির সুরাহা এখনও হয়নি। আইসিসি আরো জানিয়েছে যে যতদিন সিএএন সরকারের হস্তক্ষেপ বন্ধ না হয় এবং বোর্ড পুরোপুরি গঠন না হয় ততদিন এই স্থগিতাদেশ চলমান থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন