শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদ

খুলনা ব্যুরো: | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-কে দেশের বিভিন্ন বাসস্ট্যান্ডে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে নিসচা খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মো: হাছিবুর বহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা নিসচা’র সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও নিসচা জেলা শাখার উপদেষ্টা-পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম। উক্ত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট-এর আহবায়ক বিশিষ্টকর আইনজীবী এসএম শাহনওয়াজ আলী, বাংলাদেশ কমিউনিস্ট পাটি(সিপিবি)’র সাবেক নগর সম্পাদক মো: মিজানুর রহমান বাবু, বাংলাদেশ ওয়াকাস পাটি’র জেলা সম্পাদক শেখ মফিদুল ইসলাম, বৃহত্তর খুলনাবাসীর সভাপতি ডা: মো: নাসিরউদ্দিন, সামসুদ্দিন আহমেদ সাম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো: নাসিরউদ্দিন, নিসচা’র জেলা সহ-সভাপতি মো: সেলিম খান প্রমুখ। সমাবেশে বক্তরা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-কে কতিপয় পরিহন শ্রমিকরা দেশের বিভিন্ন বাসষ্ট্যান্ডে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন