রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কই মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারে : এরদোগান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুরস্কই একমাত্র দেশ যেটি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখে। খবর ইয়েনিসাফাক।
সোমবার আংকারায় এরদোগান প্রেসিডেন্সিয়াল ভবনে তুরস্কের ধর্মীয় কর্মকর্তাদের সাথে এক বৈঠককালে এরদোগান বলেন, ‘সাংস্কৃতিক সম্পদ, সমৃদ্ধ ইতিহাস এবং ভৌগোলিক অবস্থানগত দিকের কারণে তুরস্ক শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তি বজায় রাখতে সক্ষম হয়েছে। তুরস্কই একমাত্র দেশ যেটি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখে।’
সন্ত্রাসের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে এরদোগান বলেন, ‘সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে আমরা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেয়া অব্যাহত রেখেছি। আমরা অন্তত ৭,৫০০ দায়েশ এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি(পিকেকে) যোদ্ধাকে নিরস্ত্র করতে সক্ষম হয়েছি।’ পিকেকে নামক সংগঠনটিকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকাভুক্ত করে রেখেছে। পিকেকে নামক সন্ত্রাসী সংগঠনটি ১৯৮৪ সাল থেকে তুরস্কের দক্ষিণাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে। পিকেকের সাথে গত তিন দশক ধরে চলমান সংঘাতে ৪০,০০০ মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই নিরীহ নাগরিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন