সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

আল কোরআন ও আল হাদীস এর আলোকে

| প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

আল কোরআন

সুদের প্রতি আল্লাহর অভিশাপ
আল্লাহ তায়ালা সুদের ওপর অভিশম্পাত নাযিল করেন, (অপর দিকে) দান সদকার (পবিত্র) কাজকে তিনি (উত্তোরত্তর) বৃদ্ধি করেন, আল্লাহ তায়ালা (তার নেয়ামতের প্রতি) অকৃতজ্ঞ পাপীষ্ট ব্যক্তিদের কখনো পছন্দ করেন না।
সূরা বাকারা: আয়াত :২৭৬

আল হাদীস
উমর (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি যে, যাবতীয় কার্য নিয়ত (বা সংকল্পের) উপর নির্ভরশীল। আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে, যার সে নিয়ত করে। অতএব যে ব্যক্তি হিযরত (স্বদেশ ত্যাগ) আল্লাহর (সন্তোষ লাভের) উদ্দেশ্যে ও তাঁর রাসূলের জন্য হবে, তাঁর হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই হবে। আর যে ব্যক্তির হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হবে, তার হিজরত যে সংকল্প নিয়ে করবে তারই জন্য হবে। -বুখারী, মুসলিম, রিয়াদুস স্বা-লিহীন: ১

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন