শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইউনাইটেড হসপিটাল ও ড্রুক এয়ার কর্পোরেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ড্রুক এয়ার কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারবর্গের জন্য মূল্যছাড় সম্বলিত বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। গত সোমবার ইউনাইটেড হসপিটালের চীফ, কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার এবং ড্রুক এয়ার কর্পোরেশন লিমিটেডের সিনিয়র ষ্টেশন ম্যানেজার সোনাম ওয়াংচুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। ড্রুক এয়ার ভুটানের সরকারী বিমান সংস্থা, যা কয়েক দশক ধরে ঢাকার সাথে সরাসরি আকাশ পথে যাত্রী সেবা প্রদান করছে। এই চুক্তির আওতায় ড্রুক এয়ারে ভ্রমনকারী যাত্রীরাও বিশেষ মুল্যছাড়ে সুনির্দিষ্ট হেলথ চেক প্যাকেজের আওতায় স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। উক্ত অনুষ্ঠানে ইউনাইটেড হসপিটাল লিমিটেড এবং ড্রুক এয়ার কর্পোরেশন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন