স্পোর্টস রিপোর্টার : আরএফএলের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে হুররে অনূর্ধ্ব-১০ স্কুল (বালক ও বালিকা) হ্যান্ডবল টুর্নামেন্ট। আসরে ১০টি বালিকা ও ১৪টি বালক স্কুল খেলবে। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয়া বালক স্কুলগুলো হলোÑসেন্ট গ্রেগরীজ হাই স্কুল, সাউথ ব্রিজ স্কুল, গ্রীণ ডেইল ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, হিড ইন্টারন্যাশনাল, স্কলাসটিকা, গ্রীণ হেরাল্ড, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, সানি ডেইল, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়,সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, গ্রীণ জেমস,ধানমন্ডি টিউটোরিয়াল ও আইডিয়াল স্কুল এন্ড কলেজ। বালিকা দলগুলো হলো- সানি ডেইল, গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি টিউটোরিয়াল, সাউথ ব্রিজ স্কুল, সিদ্বেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, গ্রীণ ডেইল ইন্টারন্যাশনাল স্কুল ও হিড ইন্টারন্যাশনাল। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এ সময় প্রাণ কনফেকশনারী লিমিটেডের হেড অফ মার্কেটিং এন্ড সেলস্ একেএম মঈনুল ইসলাম মঈন ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ফারহানা হক উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন