বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রামমন্দির নিয়ে ভারতের প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ৫:৪৮ পিএম

ভারতের এক প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মুসলমানরা রামমন্দির নির্মাণ সমর্থন না করলে তাদেরকে তার পরিণতি ভোগ করতে হবে। খবর টাইমস অব ইন্ডিয়া।
রোববার বাঘপতে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, মুসলমানরা রামের বংশধর, মুঘলদের নয়। তাই তাদের রামমন্দির নির্মাণ সমর্থন করা উচিত। তারা রামমন্দির নির্মাণ সমর্থন না করলে হিন্দুরা তাদের ঘৃণা করবে, তা তারা ভালোই জানে। এ ঘৃণা বাড়তে থাকলে তার পরিণতি কি হবে তাও তারা জানে।
গিরিরাজ সিং বলেন, রামমন্দিরন ইস্যুটি হচ্ছে দ্বিতীয় স্টেজের ক্যান্সারের মত। এখনি চিকিৎসা না করলে তা আর সারবে না।
তিনি বেশী সন্তান জন্মদানকারীদের বিরুদ্ধে আইন প্রণয়ন করার আহবান জানান। তিনি বলেন, নির্দিষ্ট সংখ্যক সন্তানের বেশী সন্তান হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। যারা এ নিয়ম মানবে না তারা ভোট দিতে পারবে না। উল্লেখ্য, মুসলমানদের সন্তান সংখ্যা বেশী বলে তারা হিন্দুত্ববাদীদের সমালোচনার শিকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন