শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্প উল্টো পথে হাঁটছেন : গর্বাচভ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রাশিয়ার সঙ্গে তিন দশক আগের পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে যাওয়ার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক নিরস্ত্রীকরণ চেষ্টার উল্টোপথেই হাঁটছেন বলে সতর্ক করেছেন সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ। ট্রাম্প ভুল করছেন মন্তব্য করেন তিনি বলেন, “কোনো অবস্থাতেই পুরোনো এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার উচিত নয়...ওয়াশিংটন কি সত্যিই বুঝতে পারছে না এর পরিণতি কি দাঁড়াবে? আইএনএফ চুক্তি পরিহার করা মানে ভুল করা।” গর্বাচভ বলেন, “তার এ পদক্ষেপে সোভিয়েত ইউনিয়নের নেতারাসহ যুক্তরাষ্ট্র খোদ পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্য অর্জনের যে চেষ্টা নিয়েছিল তার সবই পানিতে যাবে”। ওদিকে, রাশিয়া এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে এর পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের চলতি মস্কো সফরের সময় এ বিষয়ে ব্যাখ্যা চাইবেন প্রেসিডেন্ট ভ্ল্যাদিমির পুতিন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন