যশোরের অভয়নগরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ার পাঁচকবর করিম পেট্রোলিয়ম ডিপোর সামনে ট্রেনের সাথে পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে । হতাহতের কোন ঘটনা না ঘটলেও খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ প্রায় ৫ ঘন্টা বন্ধ ছিল। দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ।
নওয়াপাড়া রেলস্টেশন মাষ্টার মহাসিন রেজা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস সকাল সাড়ে সাতটার দিকে নওয়াপাড়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর ট্রেনটি নওয়াপাড়ার পাঁচকবর করিম পেট্রোলিয়াম ডিপোর সামনে পৌছুলে একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-০৩২১) রেল লাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে বাঁচলেও ট্রাকটি দুমরে-মুচরে যায়। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের এয়ার সিলিন্ডার, এসি পাম্প, ফুয়েল সেটিংসহ আরও অনেক যন্ত্রাংশের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় । পরে আটকে থাকা ট্রেনটি সরিয়ে নিতে রেলওয়ের উদ্ধার কর্মীদের সাথে কাজে যোগ দেয় স্থানীয় পুলিশ ফায়ার সার্ভিস কর্মী ও ঘাট শ্রমিকরা। উদ্ধার কর্মীদের প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর ট্রাকটি সরিয়ে বেলা সাড়ে ১২ টার দিকে খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন