শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রক্সির দায়ে সাবেক শিক্ষার্থীর কারাদণ্ড

রাবির ভর্তি পরীক্ষা

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় ৫ টি ইউনিটের আওতায় ৪ হাজার সাতশ আসনের বিপরীতে মোট ১ লাখ ৪৭ হাজার ৭৫০ টি প্রবেশপত্র সংগ্রহ করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা চলাকালীন সময়ে প্রক্সি পরীক্ষা দেয়ার দায়ে বিশ্ববিদ্যালয়ের ইতহাস বিভাগের সাবেক শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল সাড়ে ৮টায় ‘বি’ ইউনিটের গ্রুপ-২ পরীক্ষা চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। পরে সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রাণী খাতুন এ দণ্ডাদেশ প্রদান করেন। আটক ওই যুবকের নাম মুনসুর রহমান। সে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে রাবির ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, পরীক্ষার হল পরিদর্শনের সময় মুনসুরকে দেখে সন্দেহ হলে হল পরিদর্শক ও আমি তার কাগজপত্র দেখি। পরে ভ্রাম্যমাণ আদালতে খবর দিলে তারা এসে তাকে আটক করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন