বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টিকে থাকার লড়াই মেয়েদের

এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৫৪ পিএম

 

এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। তাজিকিস্তানের রাজধানী দুসানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি। ‘ডি’ গ্রæপের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৭-০ গোলে হারের কারণে টুর্নামেন্টে টিকে থাকতে পরের দু’ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। আর তা করতে পারলে সেরা রানার্সাআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটি সুযোগ থাকবে মৌসুমী-মারিয়াদের সামনে। এ স্বপ্ন দেখছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। ম্যাচের আগে তিনি গতকাল বলেন,‘আসলে দক্ষিণ কোরিয়া শুধু এশিয়া নয়, গোটা ফুটবল বিশ্বের অন্যতম সেরা একটি দল। তাদের বিপক্ষে মেয়েরা বেশ নার্ভাস ছিল, তাই ফল এমন হয়েছে। আমি মেয়েদের সঙ্গে কথা বলেছি। তারা চাইনিজ তাইপেকে হারানোর ব্যাপারে বদ্ধপরিকর। আশাকরি কাল (আজ) আমার দল সেরাটা দিয়েই জয় তুলে নেবে।’ তিনি যোগ করেন, ‘চাইনিজ তাইপের খেলা আমি দেখেছি। ওরা খুব ভালো দল। কিন্তু দক্ষিণ কোরিয়ার মতো এতো শক্তিশালী বা স্কিলফুল নয়। এছাড়া আগেও আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলেছি। এই তাজিকিস্তানের মাটিতেই তাদের হারানোর অভিজ্ঞতা রয়েছে আমাদের। সুতরাং ভয়ের কিছু নেই।’

কোচের কথায় সুর মেলালেন অধিনায়ক মৌসুমী, ‘এই ম্যাচ হারলে আমরা টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়বো। এটা মাথায় নিয়েই মাঠে নামবো। সাম্প্রতিক সময়ে আমরা যেমন খেলেছি, সেই খেলাটা খেলতে পারলেই জয় সম্ভব।’চাইনিজ তাইপের কোচ রবিন বলেন, ‘বাংলাদেশ মহিলা ফুটবলে অনেক উন্নতি করছে। আমার মনে হয়, ম্যাচটি ফিফটি ফিফটি হবে। তবে সেরাটা দিয়েই আমরা ম্যাচ জেতার চেষ্টা করবো।’ ২৮ অক্টোবর গ্রæপের শেষ ম্যাচে বাংলাদেশ লড়াই স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন