রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ১:১২ এএম

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২২। আমার দুই চোখের চারদিকে কালো দাগ পড়েছে। এটি আমার জন্য এক বিড়ম্বনা। আমি এজন্য চিকিৎসা চাচ্ছি
-রুমা। জুরাইন। ঢাকা।
উত্তর : অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন এবং রাত্রি জাগার কারণে এমনটা হতে পারে। এছাড়াও কসমেটিক এলার্জির কারনেও এমনটা হতে পারে। আপনি অতি দ্রুত একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন : আমি নববিবাহিত। বয়স ২৮। বিয়ের প্রথম দিনই আমি সহবাসে ব্যর্থ। এতে নববধূ বেজায় নাখোশ। এখন আমি কি করি?
-রুবেল। দিনাজপুর।
উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত মানসিক, নতুবা হরমোনজনিত সমস্যা। আপনি দেরি না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমার সন্তানের বয়স ১২। তার মুখে ছোট ছোট সাদা ফুসকুড়ি হয়েছে। যেন মনে হয় মুক্তার দানা। আমি এতে বেশ আতঙ্কিত। কিভাবে সমস্যাটি নির্মূল করা সম্ভব?
-সুষমা।
কলাবাগান, ঢাকা।
উত্তর : আপনার রোগটি সম্ভবত মলাসকাম কন্টাজিওসাম। এটি একটি ভাইরাসজনিত রোগ। খালি চোখে না দেখে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৪৪। আমার দুই পায়ের তলায় অনেক ফাটা হয়েছে। মাঝে মাঝে ব্যথা হয়। অনেক ওষুধ ব্যবহার করেছি। কিন্তু কমছে না। তাই আপনার শরণাপন্ন হলাম।
মিসেস সালমা বেগম। নরসিংদী।
উত্তর : আপনার পায়ের রোগটির নাম ‘ক্র্যাকসেলি’। এটি একটি প্রদাহজনিত রোগ। অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব।

ষ ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেস্ট (এক্স),
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন