শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোতাহারের মোটরসাইকেল শোডাউন

ফুলপুর(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ৩:১১ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নানামুখী প্রচার চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই অংশ হিসেবে এলাকার বিভিন্ন গ্রাম, হাটবাজার ও বাড়ি বাড়ি ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও উঠান বৈঠক করছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।
তিনি বৃহস্পতিবার বিকালে নেতা কর্মীদের নিয়ে ফুলপুর ও তারাকান্দায় মোটরসাইকেল শোডাউন করেন। তারাকান্দা থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে ফুলপুর উপজেলা সদর হয়ে পাগলা, রূপসী ও বালিয়া যান। মোটরসাইকেল শোডাউন শেষে ফুলপুর উপজেলাধীন বালিয়া মাদ্রাসার শাইকুল হাদিস পীরে কামেল আল্লামা গিয়াস উদ্দিন (রহঃ) সাহেবের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুস ছালাম তালুকদার,আঃ মান্নান,মোকলেছুর রহমান,ছায়াদুল হক মন্ডল,যুবদরের যুগ্ম আহ্বায়ক রাসেল মন্ডল, এস এম আমিনুল ইসলাম, ছাত্রদলের আজহারুল ইসলাম, আলমগীর হোসেন রকি, ফুলপুর পৌর বিএনপিসাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, ছাত্রদলনেতা আরিফুল ইসলাম আরিফ, উমর ফারুক সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন