শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

শেয়ারবাজারে দরপতন অব্যাহত

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ টানা ষষ্ঠ দিনের মতো মূল্যসূচকের পতন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে সময়সীমা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত না আসায় এই পতন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪৩ দশমিক ২৫ পয়েন্ট। লেনদেন শেষে ডিএসইএক্স গিয়ে দাঁড়িয়েছে ৪১৯৫ দশমিক ৬৯ পয়েন্টে। আর টানা ৬ দিনের পতনে ডিএসই সূচক কমেছে ১৬৩ দশমিক ৯৩ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ২৩ লাখ টাকা। বুধবার হয়েছিল ৩৫৬ কোটি ৪৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির ৩৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের ২৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। লেনদেনে এরপর রয়েছে এসিআই, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা।
বৃহস্পতিবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে বিএসআরএম লিমিটেডের শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার বিএসআরএম লিমিটেডের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৩২ দশমিক ২ টাকা। বৃহস্পতিবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৪২ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ১২৫ টাকা থেকে ১৪৩ দশমিক ৪ টাকা।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে লিন্ডে বিডির ৬ দশমিক ২৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৬ দশমিক ০৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০৯ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬৪ শতাংশ, আইপিডিসি’র ৪ দশমিক ১৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৩ দশমিক ৬৮ শতাংশ, লিব্রা ইনফিউশন্সের ৩ দশমিক ৪৮ শতাংশ, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৪২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৩৩ শতাংশ দর বেড়েছে।
বৃহস্পতিবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট ফাইন্যান্স শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৬ দশমিক ৪৪ শতাংশ। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসেবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার ফার্স্ট ফাইন্যান্স শেয়ারের সমাপনী মূল্য ছিল ৮ দশমিক ৭ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪ টাকায়। দিনের মধ্যে শেয়ারটির দরসীমা ছিল ৬ টাকা থেকে ৭.৩ টাকা।
দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে রিজেন্ট টেক্সটাইলের ১৬ দশমিক ৩০ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৯ দশমিক ৯৬ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯ দশমিক ০৩ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ০৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮ দশমিক ৮ শতাংশ, ডেসকোর ৮ দশমিক ৭২ শতাংশ, জুট স্পিনার্সের ৮ দশমিক ৫৬ শতাংশ, আরামিট সিমেন্টের ৮ দশমিক ৪২ শতাংশ, নর্দার্ন জুট মেনুফ্যাকচারিংয়ের ৮ দশমিক ৪১ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেয়া হয়েছে।
অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ৭৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে দিনশেষে ৭৮৫০ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া ২৩৮টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন