বিএনপি নেতৃত্ব শূন্যতার কারনেই ড. কামাল তাদের সঙ্গ হয়েছেন ও ভর করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার দুপুরে সাভারের ঝাউচর এলাকায় এক সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করে অবৈধ পথে ক্ষমতায় আসার লোভ দেখছেন কিন্তু তাদের স্বপ্ন কোন দিনেই পুরণ হবে না। নির্বাচন যথা সময়ে হবে। কোন অপশক্তি নির্বাচন বন্ধ করতে পারবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই, জনগনকে সঙ্গে নিয়ে দমন করা হবে।
এরআগে মন্ত্রী, ঝাউচর ৭২ লাখ টাকা ব্যয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি নবনির্মিত একটি ভবন উদ্বোধন করেন।
তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সভাপতিত্বে সুধী সমাবেশে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজাসহ অন্যান্যরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন