স্পোর্টস ডেস্ক : চার ম্যাচের সিরিজটি ২-০ তে আগেই জিতে নিয়েছে ইংল্যান্ড। স্বন্তানার একটি জয়ও কি পাবে না দক্ষিণ আফ্রিকা! সেই আশাতেই কিনা, সেঞ্চুরিয়ন টেস্টে একরকম জুয়াই খেলেছে প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সুপারস্পোর্ট পার্কে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৪৭৫, জবাবে ইংল্যান্ড অলআউট ৩৪২ রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান আমলার ৯৬ আর বাভুমার অপরাজিত ৭৮ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৪৮ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। আর তাতে পাওয়া ৩৮১ রানের লিড নিয়েই জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছে স্বাগতিকরা। সেই লক্ষ্যে অনেকটা এগিয়েও গেছে বলা যায়, চতুর্শ দিন শেষে ২১ ওভার শেষে খাতায় ৫২ রান তুলতেই নেই সফরকারীদের ৩ উইকেট। যার দুটিই তুলেছেন প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে ইংলিশদের ধ্বসিয়ে দেয়া পেসার কাগিসো রাবাদা। আজ শেষে দিনে জয় পেতে, বা নুন্যতম হার এড়াতে ইংল্যান্ডের প্রয়োজন আরো ৩৩০ রান, হাতে ৭ উইকেট। সমান ১৯ রান করে নিয়ে ব্যাট করছেন জো রুট আর জেমস টেইলর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন