স্পোর্টস রিপোর্টার : পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারের হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন একসময়ের ফুটবল মাঠের লড়াকু সৈনিক শামীম মিয়া। জাতীয় অনুর্ধ ও মোহামেডান, সিটি ক্লাব, বারিধারা ক্লাবে খেলা তরুণ ফুটবলার শামীমের চিকিৎস্বার্থে পাশে এসে দাঁড়িয়েছে ‘মহাপাগল ব্যাতিক্রমধর্মী মোহামেডান সমর্থক দল’। সংগঠনটির উদ্যোগেই দেশে ও দেশের বাইরে থাকা বেশ ক’জন খেলার পাগল প্রিয় মুখের কাছ থেকে সংগ্রহ করা ১ লাখ ৬৪ হাজার ৮০ টাকা সবার পক্ষ হতে শামীমের মায়ের হাতে তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা টি.ইসলাম তারেক ও ক্রীড়া লেখক নাজমুল আমিন কিরন। এসময় টিভি চ্যানেল-২৪ এর স্পোর্টস এডিটর দিলু খন্দকার, জাতীয় ফুটবল দলের সাবেক দলনায়ক খ্যাতিমান গোলরক্ষক আমিনুল, শমীমের বেশ ক’জন স্বতীর্থ, ঘনিষ্টজন উপস্থিত ছিলেন। পিতৃহারা শামীমই ছিলো মায়ের সংসারের একমাত্র সম্বল।
মন্তব্য করুন