পাকিস্তানের কারাকোরাম মহাসড়কে রোববার একটি যাত্রীবাহী বাস সিন্ধু নদীতে পড়ে ১৭ জন নিহত হয়েছে। বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিল। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
কোহিস্তানে জেলা প্রশাসক হামিদুর রহমান জানান, বাসটি গিলগিট-বাল্টিস্তানের ঘাজর এলাকা থেকে রাওয়ালপিন্ডির গ্যারিসন সিটির দিকে যাচ্ছিল। কারাকোরাম মহাসড়কের লোতার থানার দর ইফিতিতাদা পাহাড়ি এলাকায় তা সিন্ধু নদীতে পড়ে যায়। ১৮ জন যাত্রীর মধ্যে মাত্র একজন মহিলা প্রাণে রক্ষা পান।
জেলা প্রশাসন, পুলিশ ও উদ্ধারকর্মীরা ক্রেনর সাহায্যে বাসটি টেনে তুলতে সক্ষম হন। নিহতরা সবাই গিলগিটের অধিবাসী।
এর আগে ২৩ অক্টোবর পাচার করা তেলবাহী একটি ভ্যান দুর্ঘটনায় ৭ জন পুড়ে মারা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন