রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের নির্দেশ ইমরানের

ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয় : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘এক চীন’ নীতি অনুসরণ করে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ জারি করেছেন। রোববার পাক প্রধানমন্ত্রীর দফতর এক লিখিত নির্দেশে পাকিস্তানের সবগুলো মন্ত্রণালয়কে তাইওয়ানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা ছিন্ন করার আহ্বান জানিয়েছে। ইমরান খানের আসন্ন চীন সফরের আগে এ নির্দেশ জারি করা হলো। আগামী ৩ নভেম্বর পাক প্রধানমন্ত্রীর তিন দিনের সফরে বেইজিং যাওয়ার কথা রয়েছে। এ সফরে ইমরান খান চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং পাকিস্তানে চীনের বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে চীনা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন বলে কথা রয়েছে। তাইওয়ানকে চীন নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। তবে বিগত বছরগুলোতে সাই ইং ওয়েন তাইওয়ানের ক্ষমতা গ্রহণের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। সাই ইং চীন থেকে তাইওয়ানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চান। অপর এক খবরে বলা হয়, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি একটি বিমান অবতরণের খবর নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না পাকিস্তান। রোববার রেডিও পাকিস্তানের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিন দিনের সফরে তুরস্ক যাওয়ার আগে ইসলামবাদ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলভি এ তথ্য জানান। এক্সপ্রেস ট্রিবিউন,পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন