গত বর্ষাকালের শুরু থেকে শেষ পর্যন্ত সারাদেশে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল। মানুষের কষ্টগুলো ছিল সহ্যের অনেক বাইরে। আমার এলাকা গাজীপুরের শ্রীপুরে অনেক রাস্তার অবস্থা এমন ছিল, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কোনো মানুষ হেঁটে যাওয়ার মতোও অবস্থায় ছিল না অনেক রাস্তা। কেউ অসুস্থ হলে তাদের কোলে করে খারাপ রাস্তা পার করে তারপর গাড়িতে চড়ানো হতো। বৃষ্টিও সীমাবদ্ধতা তৈরি করে দিয়েছিল অনেকটুকু। এখন শুকনো মৌসুম শুরু হয়েছে। আশার কথা, সারা বাংলাদেশেই রাস্তার উন্নয়ন কাজ শুরু হচ্ছে। দেখতে ভালো লাগলেও অনিশ্চয়তা মনে ভিড় করে। রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তা তৈরি, মাটির ওপর সরাসরি কার্পেটিংয়ের নজিরও রয়েছে! রাস্তার এই উন্নয়নে সরকার বরাদ্দ করেছে। যেহেতু দুর্নীতির একটা বদনাম আছে, তাই স্বচ্ছ থাকা প্রয়োজন। এ জন্য সরকার তদারকি টিম গঠন করতে পারে এবং রাস্তার জন্য বরাদ্দকৃত বাজেট ও প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ প্রতিটি রাস্তার শুরুতে লিখে দিতে পারে। এতে করে দুর্নীতি কমে যেতে পারে অনেকাংশে। এর সঙ্গে সরকার কর্তৃক একটি রাস্তা কী ধরনের মেরামত হবে, তার পরিকল্পনাও দিয়ে দিতে পারে। আশা করি, এ বিষয়গুলো নিয়ে সরকার ও সংশ্নিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে।
সাঈদ চৌধুরী
গাজীপুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন