রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অভিষেক রাঙাতে সাজছে সিলেট

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দেশের অষ্টম ভেন্যু হিসেবে এবারই প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। আগামী ৩ নভেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ম্যাচের মধ্য দিয়ে অভিষিক্ত হতে যাচ্ছে সবুজ চা-বাগান আর পাহাড় টিলা ঘেরা দেশের অন্যতম নয়নাভিরাম এ ক্রিকেট ভেন্যুটি। এই ‘অভিষেককে’ রাঙিয়ে তুলতে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সিলেট বিভাগীয় ক্রিকেট সংস্থা।

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার ১৮ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন সিলেটের এই স্টেডিয়ামে ২০১৪ বিশ্বকাপসহ ৭টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চার বছরের অভিজ্ঞতা জমিয়ে অবশেষে এবার ক্রিকেটের অভিজাত আঙিনায় নাম লেখাতে যাচ্ছে সিলেট। অভিষেক টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে তৈরি করা হচ্ছে বিশেষ স্মারক কয়েন। এছাড়াও থাকছে বিশেষ স্যুভেনিয়র ও ‘গ্লিম্পস অব সিলেট’ নামে বিশেষ একটি প্রকাশনা। এ উপলক্ষে সিলেট স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলন ও আগামীকাল নগরীর আনন্দ শোভাযাত্রা বের করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে অভিষেকও হয়ে যাবে সিলেট ভেন্যুটির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন