জেএসসি পরীক্ষার প্রথম দিন একটি কেন্দ্রের ৪৮জন পরীক্ষার্থীর বাংলা পরীক্ষা ২০১৭ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। লাহিড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব মো. জিল্লুর রহমান জানান, দিনাজপুর বোর্ড থেকে যেভাবে প্রশ্ন এসেছে তিনি সেভাবেই রুমে রুমে প্রশ্ন পাঠিয়ে দিয়েছেন। পরিদর্শকগণ খেয়াল না করায় এই বিপত্তি হয়েছে। এই কেন্দ্রে বিভিন্ন স্কুলের ১২৫৯ জন পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু ৪৮ জনের কাছে ভুলক্রমে ২০১৭ সালের প্রশ্ন বিলি করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ভূপেন্দ্র নাথ জানান, খবরটি তিনি পেয়েছেন ও সরেজমিনে কেন্দ্র পরিদর্শনের জন্য তিনি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম সেখানে যান। জেলা প্রশাসক ড. কে এম আখতারুজ্জামান সেলিম জানান, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছেন। তিনি আরো বলেন, এই ভুল কেন কীভাবে হলো এবং কে এজন্য দায়ী তা নির্ধারণের জন্য তিনি একটি তদন্ত টিম গঠন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন