শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরের ভিতরে থানা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় দলিলপত্র ও সব আসবাবপত্র পুড়ে যায়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, বুদ্দিন গ্রামের মজুমদার বাড়ির প্রবাসী সোহাগ মজুমদারের বসতঘর থেকে বিকেল সাড়ে চারটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় সোহাগ মজুমদার ও পাশের জেঠাতো ভাই প্রবাসী আলম মজুমদারের দুইটি বসতঘর ঘর জ্বলতে থাকে। দুই ঘরের লোকজনের চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে আগুনের নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে গতকাল শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমরা আগুন নিয়ন্ত্রণ করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন