শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সবচেয়ে বেশি বেতন ইংলিশ ক্রিকেটারদের

প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ক্রিকেট বিপণন থেকে সবচেয়ে বেশি আয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। তবে কেন্দ্রিয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক বেতনের অংকে ভারতীয় ক্রিকেটারদের ছাড়িয়ে গেছে ইংলিশ ক্রিকেটাররা। ধোনী, কোহলী, আজিঙ্কা রাহানে, রবিচন্দন অশ্বিনের বার্ষিক বেতনের পরিমাণ ছুঁয়েছে যেখানে চলমান বছরে ১ কোটি ৯৫ লাখ রূপীতে (বাংলাদেশী মুদ্রায় ২ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা), সেখানে ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, মইন আলী, জোস বাটলার, স্টিভেন ফিন, জো রুট, বেন স্ট্রোকস, ইউয়ান মরগানদের এক একজনের বার্ষিক বেতনের অংক ৭ লাখ পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় ৮ কোটি ৩ লাখ ৩২ হাজার টাকা)! অজি অধিনায়ক স্টিভেন স্মিথের বেতনের অংকও (১১ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশী মুদ্রায় ৬ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা) ছাড়িয়ে গেছে ভারতীয় ক্রিকেটারদের অংককে। শ্রীলংকার লাসিথ মালিঙ্গার পেছনেও কম খরচ করতে হচ্ছে না শ্রীলংকা ক্রিকেটকে। স্থানীয় মুদ্রায় এ বছর দেয়া হচ্ছে সেখানে মাসে ৮ লাখ ১০ হাজার রূপী বেতন তার (বাংলাদেশী মুদ্রায় টাকা ৪ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা)। আর্থিক টানাপোড়েনে কাটানো পাকিস্তান ক্রিকেট বোর্ড ও কেন্দ্রিয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পেছনে কম অংক গুণছে না। মিসবাহ, আফ্রিদি, হাফিজ, আজহার আলী, ইউনিস খান, শোয়েব মালিকদের পেছনে প্রতি মাসে দিতে হচ্ছে ৫ লাখ রূপী বেতন (বাংলাদেশী মুদ্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
mojammal ১৪ মে, ২০১৭, ১২:১৯ পিএম says : 0
বাংলাদেশীদের বেতন এত কম কেন
Total Reply(0)
Uzzal ২৩ জুন, ২০১৮, ১০:১৭ এএম says : 0
তারা ভালো খেলে না
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন