শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভারতের মুসলমানদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে

-নির্বাহী বৈঠকে মাওলানা ইসমাঈল নূরপুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, ভারতের বিভিন্ন দল গোষ্ঠি দ্বারা মুসলমানরা হয়রানীর শিকার হচ্ছেন। তারা মুসলমানদের ধর্মীয় আচার-আচরণ, নীয়ম-নীতি পালনে বাধা প্রদান করেই আসছে। বিশ্বহিন্দু পরিষদের নামে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার হুমকি প্রদান করা হচ্ছে। যা তাদের সাংবিধানিক অধিকার। সেখানকার মুসলমানদের সার্বিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় বিশ্ব মুসলমানরা নিরব বসে থাকবে না। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জনগণ আজও সঙ্কায় দিন কাটাচ্ছে। সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই সকল সঙ্কট মোকাবেলা করে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যাতে সকল ভোটার নিরাপত্তার সাথে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা রেজাউল করীম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নিয়ামাতুল্লাহ, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা ফয়সাল আহমদ, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা রুহুল আমীন খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন