জাতীয় ছাত্র সমাজকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার আহŸান জানিয়ে বক্তারা বলেছেন, পল্লীবন্ধু এরশাদের নয় বছরের শাসনামল ছিল স্বর্ণযুগ। গতকাল রোববার বিকালে নগরীর কান্দিরপাড় টাউন হলে অনুষ্ঠিত জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সম্মেলনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক মোড়ল জিয়াউর রহমান প্রধান অতিথি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব ইয়াছিন মিজবাহ প্রধান বক্তার বক্তব্য রাখেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জাতীয় পাটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালামত আলী খান বাচ্চু, কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রশীদ মাহাবুব, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নজরুল ইসলাম বাবর, জাতীয় সেচ্ছাসেবক পাটির কেন্দ্রীয় সদস্য কাউসার আহম্মেদ, কুমিল্লা মহানগর জাতীয় পাটির যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট আব্দুল কাদের তাহের, যুগ্ন-আহবায়ক সারওয়ার-ই-আলম মুন্সী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন