জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে সাভার, আশুলিয়ার বিভিন্ন সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। পুলিশ মাইক্রোবাসসহ ১২ জনকে আটক করেছে। উদ্ধার করেছে বিস্ফোরক ও লাঠিশোঠা।
মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সন্দেহভাজন ব্যক্তি এবং বিভিন্ন যানবাহনে তল্লাশি তল্লাশি শুরু করে পুলিশ। ফলে মহাসড়কে গণপরিবহনের সংখ্যা কমে গেছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক জানান, মহাসড়কের বাইপাইলে যানবাহন তল্লাশীকালে একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়। তখন মাইক্রোবাস থেকে ১২ জনকে আটক করা হয়েছে। মাইক্রোবাসটি তল্লাশি করে বিস্ফোরক দ্রব্য ও অসংখ্য লাঠি-সোটা উদ্ধার করা হয়েছে।
এদিকে সাভার বাজার বাসস্ট্যান্ড, আমিনবাজার, বিরুলিয়া, বলিয়ারপুর ও নবীনগর এলাকায় পুলিশের নিরাপত্তা চৌকি বসিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রাইভেটকার, মাইক্রোবাস ও রোগীবহনকারী এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করতে দেখা গেছে।
এদিন অন্যান্য দিনের চেয়ে ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের দুর পাল্লার গাড়ি ও গণপরিবহনের সংখ্যা ছিলো অনেকটাই কম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন