রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৩ নম্বর রোডের ৬৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সাইফুল ইসলাম রুবেল (২৬) ও তার স্ত্রী সাজনা বেগম (১৮)।
দগ্ধ রুবেলের ভাই এখলাস জানান, তারা মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ১৩ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার এক তলায় ভাড়া থাকেন। ভোরে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের রুমে আগুন ধরে যায়। এতে তার ভাই ও ভাবী দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাউজিংয়ের গরুর ফার্মের ম্যানেজার হিসেবে কাজ করতেন রুবেল। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহনের বদরপুর গ্রামে।
ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান এখলাস।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, সাইফুলের ৯৭ শতাংশ ও তার স্ত্রী সাজনার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা দুজনই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন