শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ভ্যাট ফাঁকি রোধে আসছে নতুন যন্ত্র

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকি প্রতিরোধে আসছে নতুন ব্যবস্থা। নতুন এই ব্যবস্থার নাম ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি)। যা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যমান ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রারের (ইসিআর) পরিবর্তে ব্যবহার করতে হবে। আর এটির ব্যবহার বাধ্যতামূলক করে সম্প্রতি জারি হয়েছে অধ্যাদেশ।
দেশের বাইরে থেকে আধুনিক এই যন্ত্র আমদানিতে আমদানিকারকদের তালিকাযুক্ত করতে হয়েছে টেন্ডারও। এখন চলছে সেই প্রতিষ্ঠানগুলোর যাচাই-বাছাই। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই অন্তত তিনটি প্রতিষ্ঠান ইএফডি আমদানির লাইসেন্স পেতে যাচ্ছে।
ভ্যাট ফাঁকি প্রতিরোধে ইএফডি একটি অত্যাধুনিক যন্ত্র। ব্যবসা প্রতিষ্ঠানে বসানোর পর এই মেশিনগুলো সরাসরি যুক্ত থাকবে ভ্যাট অনলাইন প্রকল্পের সঙ্গে। এনবিআরের কর্মকর্তারা অফিসে বসেই যন্ত্রগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া এনবিআরে বসেই তারা মেশিনগুলোকে কার্যকর কিংবা অকার্যকর করতে পারবেন। এনবিআর বলছে, ইএফডি চালু হলে ভ্যাট থেকে রাজস্ব আয় বাড়বে কয়েক গুণ। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, আমদানিকারকরা দ্রুত সময়ে লাইসেন্স পেলেও যন্ত্রটি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে তাদের ধারণা বছরের শুরুতে মাঠ পর্যায়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চালু হবে নতুন এই যন্ত্র। তখন অহরহ দেখা মিলবে যন্ত্রটিরও। জানতে চাইলে এনবিআর সদস্য (ভ্যাট নীতি) রেজাউল হাসান বলেন, ইএফডি চালুর কার্যক্রম এগিয়ে চলছে। কাগজে-কলমে ইএফডি নভেম্বর থেকেই কার্যকর হয়েছে। আর প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে আমদানিকারকদের জন্য টেন্ডারও হয়েছে। তবে, যন্ত্রটি আমদানি করতে চাইলে যে কোন প্রতিষ্ঠান এখনও আবেদন করতে পারবে।
এদিকে যন্ত্রটি সরকারিভাবে আমদানি না করে ছেড়ে দেয়া হয় বেসরকারি খাতে। ফলে আগে যারা ইসিআর আমদানি করতেন, তারাও আবেদন সাপেক্ষে যন্ত্রটি আমদানি করতে পারবেন। মূলত, স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রকল্পের বাইরে এসে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আবাসিক হোটেল, রেস্তোরা, ফাস্টফুড শপ, মিষ্টির দোকান, আসবাবপত্রের বিক্রয় কেন্দ্র, পোশাক বিক্রি কেন্দ্র ও বুটিক শপ, বিউটি পার্লার, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল গৃহস্থালি সামগ্রীর বিক্রয় কেন্দ্র, কমিউনিটি সেন্টারসহ অন্তত ১১টি খাতে ইএফডি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এইসব ব্যবসা প্রতিষ্ঠান যদি ইচ্ছাকৃতভাবে ইএফডি মেশিন ব্যবহার না করে তাহলে শাস্তির বিধানও রাখা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন