আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৮ গতকাল রোববার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর বাস্কেটবল কোর্র্টে শুরু হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ সাঈদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী খেলায় বাংলাদেশ নৌবাহিনী দল ১০৩-৫৮ পয়েন্টে বিমান বাহিনী দলকে পরাজিত করে। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর বাস্কেটবল দল অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন