বঙ্গবন্ধু ইউনিমেড ইউনিহেলথ বাস্কেটবল লিগে জিতেছে ঈগলস ক্লাব, দি গ্রেগস ক্লাব ও দি গ্রেগারিয়াস ক্লাব। রোববার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে দিনের প্রথম খেলায় ঈগলস ক্লাব ৫১-৪৫ পয়েন্টে যোশে ফাইটসকে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ৩৩-১৮ পয়েন্টে এগিয়েছিল। দ্বিতীয় খেলায় দি গ্রেগস ক্লাব ৭৮-৬০ পয়েন্টে হারায় ওল্ড ডিওএইচএসকে। প্রথমার্ধে বিজয়ীরা ৪২-৩৩ পয়েন্টে এগিয়ে ছিল। দিনের শেষ ম্যাচে দি গ্রেগারিয়াস ক্লাব ১০৯-২২ পয়েন্টে বকসীবাজার ক্লাবকে হারায়। প্রথমার্ধে গ্রেগারিয়াস ৬৮-১১ পয়েন্টে এগিয়ে ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন