কারাবন্দী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। সোমবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যাবেন তারা।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার দেখা করবেন।
রবিবার (১১ নভেম্বর) ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এনিয়ে দলের প্রধানকে অবহিত করা হতে পারে বলে জানা গেছে।
এছাড়াও ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মতামত এবং সিদ্ধান্তের একটি সারসংক্ষেপ তৈরি করেছে বিএনপি। সেটিও খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হতে পারে বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন