রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আইরিশ ক্রিকেটে বাংলাদেশের টিএসএম

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলা সম্প্রচারের স্বত্ব পেল বাংলাদেশের প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। আগামী চার বছর তারা আয়ারল্যান্ড ক্রিকেটের সঙ্গে থাকবে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুরস প্রোগ্রামের আওতায় সব খেলা সম্প্রচার করবে টিএসএম। এ ব্যাপারে সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনে একটি চুক্তি স্বাক্ষর হয়। টিএসএমের সিইও এবং প্রোপাইটর মো: মইনুল হক চৌধুরী, টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল এবং আয়ারল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান রস ম্যাককালাম ও সিইও ওয়ারেন দিউট্রম এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়ারল্যান্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত টিএসএশ। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের সিইও এবং প্রোপাইটর মো: মইনুল হক চৌধুরী বলেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা খুবই গর্বিত। ক্রিকেট আয়ারল্যান্ড এবং টিএসএম বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। আমরা ভক্ত ও স্টেকহোল্ডারদের জন্য একটি উদ্ভাবনী এবং উত্তেজনাপূর্ণ ক্রিকেট অভিজ্ঞতা তৈরির জন্য ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’ আয়ারল্যান্ড ক্রিকেটের সিইও ওয়ারেন দিউট্রম বলেন, ‘এটা আইরিশ ক্রিকেট ভক্তদের জন্য একটি উত্তেজনাপূর্ণ সময়, কারণ এই চুক্তি আইরিশ ক্রিকেটকে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে যাবে এবং লক্ষ লক্ষ ক্রিকেট ভক্তকে এর সঙ্গে যুক্ত করবে। এই চুক্তিটি হচ্ছে আরেকটি সংকেত যা বিশ্বব্যাপী আইরিশ ক্রিকেটের দ্রুতবর্ধনশীল ও বিশ্বজুড়ে প্রোফাইলের ক্রমান্নতি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন