পাবনা-৫ সদর আসনে আওয়ামীলীগের এ পর্যন্ত ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । তাঁরা হলেন, বর্তমান এম.পি গোলাম ফারুক প্রিন্স, পাবনার সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ইদ্রিস আলী বিশ্বাস, খ.ম হাসান কবীর আরিফ, রকিব হাসান টিপু এবং মাজহারুল ইসলাম মানিক। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও পাবনা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী এ্যাড. আহাদ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, এই আসনে জেলা বিএনপি’র মনোনয়ন নিয়েছেন, এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস । তাঁর পক্ষে জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন