শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অডিও রেকর্ড সত্যিকার অর্থে এক বড় বিপর্যয় : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অডিও রেকর্ড সত্যিকার অর্থে এক বড় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তিনি বলেন, এমনকি এক সউদী গোয়েন্দা কর্মকর্তাও এ রেকর্ডিং শুনে মর্মাহত হয়েছেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম তারা হেরোইন সেবন করেছেন, একমাত্র যারা হেরোইন সেবন করেন, তারাই এমন নির্মম হত্যাকান্ড ঘটাতে পারেন। তুরস্কের সরকারদলীয় দৈনিক সাবাহর বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন অনলাইন থেকে এ খবর জানা গেছে। তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অডিও রেকর্ডিং শোনা লোকজন বলেছেন, এতে নির্দেশনা ছিল যে কাজ শেষ এখন ‘তোমার বসকে জানাও’। প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকারীদের ১৫ সদস্যের একটি দলকে ইস্তাম্বুলে পাঠানো হয়েছিল। খাশোগিকে হত্যার পর এই দলের এক সদস্য ফোনে কাউকে জানিয়েছেন, কাজ শেষ হয়েছে বা নির্দেশ কার্যকর করা হয়েছে। এই একই ব্যক্তি দলের অন্য একজনকে বলেছেন, তোমার বসকে জানাও, নির্দেশ পালন করা হয়েছে। এটিকে খাশোগি হত্যায় মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার সবচেয়ে জোরালো প্রমাণ হিসেবে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা। তবে রিয়াদ জানিয়েছে, মোহাম্মদ বিন সালমান কিংবা তার বাবা বাদশাহ সালমান এ অভিযান সম্পর্কে কিছুই জানতেন না। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন