চতুর্থ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা কার্যালয়ে আসতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকায় দলটির কর্মী এবং অনুরাগীদের উপচেপড়া ভিড় বাড়ছে।
তাছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাদের নামে ব্যানার ফেস্টুন, ধানের শীষ নিয়ে শোডাউন, খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিতে দেখা যায়। রাস্তা কিছুটা ফাকা রেখেই চলছে নির্বাচনী কাজ। যানবাহনও চলছে স্বাভাবিক গতিতে।
বিএনপির পক্ষ থেকে রাস্তা অবস্থান না করার জন্য বলা হয়েছে।
গতকাল বুধবার (১৪ নভেম্বর) পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘাতের পর আজ নয়াপল্টন এলাকায় ফুটপাতসহ প্রতিটি রাস্তায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান করতে দেখা যায়।
এদিকে মনোনয়ন ফরম বিক্রির চতুর্থ দিনে মনোনয়ন ফরম বিক্রি কমলেও বেড়েছে জমাদানের কাজ।
গত তিন দিনে মোট তিন হাজার ৭০০ জন নেতা দলের মনোনয়ন ফরম কিনেছেন। প্রথম দিনে ১৩২৬, দ্বিতীয় দিন ১৮৯৬ এবং বুধবারসহ তিন দিনে প্রায় ৩৭০০ ফরম বিক্রি হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন