শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মনোনয়ন ফরম কিনলেন সৈয়দ আশরাফের বোন জাকিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ৬:২৪ পিএম

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।সৈয়দ আশরাফ মারা যাওয়ায় আসনটি শূণ্য হয়। 
শুক্রবার দুপুরে জাকিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মামাতো বোন আনা মিলকি। 

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। কিন্তু গত ৩ জানুয়ারি নিরঙ্কুশ জয়লাভ করা আওয়ামী লীগ যখন শপথ নেয় তখন সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যান তিনি।

এরপর সৈয়দ আশরাফের আসনটি শূন্য ঘোষণা করা হয়। আর গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে ডা. জাকিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

প্রসঙ্গত, বুধবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে। আজ শুক্রবার রাত পর্যন্ত চলবে।

শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন