শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জবির তিন ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কার

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ৫:৫৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত কনসার্ট পর্বে এবং ক্যাম্পাসের মূল ফটকের সামনে এক গাড়ি চালককে মারধর করায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- আল-সাদিক, তৌহিদুল ইসলাম শান্ত ও মো. আশিকুর রহমান আশিক।
জানা যায়, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে আয়োজিত কনসার্ট চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় ভূমি ব্যবস্থাপনা বিভাগের আবু সুফিয়ান এবং নৃবিজ্ঞান বিভাগের হাসান নামের দুই শিক্ষার্থী আহত হয়। এবং গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শাখা ছাত্রলীগের কর্মীরা রাব্বি মিয়া নামক একজন গাড়ি চালকের উপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতরভাবে জখম ও আহত হয় রাব্বি মিয়া। উক্ত দুই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত থাকায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-সাদিক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান আশিককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর নূর মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকায় তিন শিক্ষার্থীকে সাময়িক ভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন