সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহিন আলম (২২) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সৌদির জেদ্দা শহরের এ দুর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি এম ইউছুপ জালাল কিছমত। এ খবরে লক্ষ্মীপুরের রায়পুরে নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
নিহত শাহিন আলম রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার মিয়াজান পাটোয়ারী বাড়ির মো. শাহজাহান পাটোয়ারীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে শাহিন মেঝো। দেড় বছর পূর্বে শাহিনের বাবা শাহজাহান সৌদি আরব নিয়ে যান তাকে। পরে ছেলেকে কর্মস্থলে রেখে গত কয়েকদিন পূর্বে ছুটিতে দেশে আসেন বাবা শাহজাহান।
আরো জানা যায়, শাহিন সৌদিতে একটি কোম্পানিতে কাজ করত। কাজ শেষ করে গতকাল সন্ধ্যায় ওভারটাইমে কাজ করতে অন্যত্র যাচ্ছিল সে। সৌদি আরবের জেদ্দায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহিন। পরে সৌদি পুলিশ শাহিনের লাশ উদ্ধার করে।
শোকাহত পরিবারের সদস্যরা সরকারি সহযোগীতায় নিহতের লাশটি দ্রুত দেশে ফিরে আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী জানান, সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানা নেই। তিনি বলেন, ‘খোঁজ নিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হবে। পাশাপাশি লাশ দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন