বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিজিবি অভিযানে এপ্রিল মাসে ৬৯ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৬৯ কোটি ১৭ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১০,৮৭,৭০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭,৯১৭ বোতল ফেনসিডিল, ১,২১০ কেজি গাঁজা, ২৩,৯১৯ বোতল বিদেশী মদ, ১ কেজি ২০০ গ্রাম হেরোইন, ২,৩৭,৭৮৭ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ৩,৮৯৭ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১০,০০,১৭৪ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯,৪১৪ টি শাড়ি, ৩,০৮১ টি থ্রিপিস/শার্টপিস, ৫১,৫৭৭ মিটার থান কাপড়, ৩,৩৪২ সিএফটি কাঠ এবং ২ কেজি ৪২ গ্রাম স্বর্ণ। এপ্রিল মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি এয়ার গান, ৩০ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন।
গত এপ্রিল মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৮ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ৬৯৮ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন