শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইবনে সিনা ফার্মার ১০ শতাংশ বোনাস শেয়ার ও ৩০ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরে আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার এবং ৩০ শতাংশ নগদ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। গতকাল রাজধানীর সীমান্ত স্কয়ার মার্কেটের (রাইফেলস স্কয়ার) ৬ষ্ঠ তলায় ইমানুয়েলস কনভেনশন সেন্টারে কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়। কোম্পানির চেয়ারম্যান শাহ আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলামসহ অন্য পরিচালকগণ এবং নির্বাহী পরিচালক ও কোম্পানির সেক্রেটারি মোঃ শহীদ ফারুকী উপস্থিত ছিলেন। সভায় ২০১৭-২০১৮ অর্থবছরের নিরীক্ষিত হিসাব কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। সভায় বার্ষিক হিসাব ও প্রতিবেদন গৃহীত হয়।
সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে শাহ্্ আব্দুল হান্নান ও কমোডর (অব.) এম এ রহমান পুনর্নির্বাচিত হন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্য থেকে অধ্যাপক ডা. শাহ মো. বুলবুল ইসলাম নির্বাচিত হন। কোম্পানির এডভাইজার, ইডি (এডমিন) মো. শহীদুল ইসলাম ভুইয়াঁ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন