শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন)

| প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল, সিলেট
মধ্যাঞ্চল : ২৮২ ও ২ ওভারে ২/০।
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৮৭.১ ওভারে ২৮১ (শাহরিয়ার ৭১, এনামুল ৩১, ফজলে রাব্বি ৯৪, তুষার ২, রকিবুল ৭, সোহান ১৭, মেহেদি ২, রাজ্জাক ০, শফিউল ৪, রুবেল ৩০, আল আমিন ৬*, আবু হায়দার ১/৬৬, রবিউল ২/৭২, শুভাগত ১/৪৫, শহিদুল ২/২৮, মোশাররফ ৪/৫৩)।

উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল, রাজশাহী
উত্তরাঞ্চল ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩৩৫/২) ১১২.১ ওভারে ৪৪৫ (মিজানুর ৯২, নাঈম ১৩৭, জহুরুল ১০৪, সাব্বির ০, জিয়া ২৯, সানজামুল ৫, শরিফুল ১২, শুভাশিস ১*, ইবাদত ১; আবু জায়েদ ২/৮১, রেজা ০/৫৬, হাসান ৪/৮৪, সাইফ ১/৪৭, এনামুল জুনিয়র ৩/১২২, আফিফ ০/৩৭, শামসুর ০/৯)।
পূর্বাঞ্চল ১ম ইনিংস : ৩৬ ওভারে ১২৫/৪ (রনি ৫৪, শামসুর ২৪, জাকির ৫, আফিফ ৯, তাসামুল ২৪*; শুভাশিস ০/৪৭, শরিফুল ০/২১, ইবাদত ২/২৬, সানজামুল ২/১৭, জিয়া ০/৭)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন