রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাবির আইবিএ’র সনদ প্রদান ৮ ডিসেম্বর

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইন্সটিটিউট অব বিজনেজ এ্যাডমিনিস্ট্রেশন’র (আইবিএ) সনদ প্রদান অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। সেখানে ইন্সটিটিউট’র এমবিএ প্রোগ্রামের অধীনে পাশকৃত ৪৪০ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এছাড়া কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে স্বর্ণপদক প্রদান করা হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানের সভাপতিত্বে এ সনদ প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইবিএ’র সাবেক পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক শরিফুল ইসলাম, অধ্যাপক ড. হাছানাত আলী ও প্রভাষক মৃণাল কান্তিপাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন