শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেন সঙ্কটের জন্য রাশিয়াই দায়ী : জি-৭

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া-ইউক্রেনের সম্পর্ক। তারই জের ধরে বিশ্বের সবচেয়ে বড় সাতটি অর্থনীতির দেশের, যা ‘গ্রুপ অব সেভেন’ বা ‘জি-৭’ নামে পরিচিত, পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের সাথে নতুন সংকটের জন্য রাশিয়াকেই দায়ী করেছেন। জি-৭ভুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং ইউরাপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ প্রতিনিধিরা আজভ সাগরে রাশিয়ার ভূমিকার সমালোচনা করে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানান। এ ব্যাপারে এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের জাহাজ ও নাবিকদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক শক্তি ব্যবহারের সমর্থনে কোনো ‘বিচারিক যুক্তি’ নেই। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন