রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় আক্তার জাহান রুম্পা (২৮) নামে এক চিকিৎসক নিহত হয়েছে। আজ ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত রুম্পা সিলেট ওসমানী নগর বাট আই হাসপাতালের চিকিৎসক ছিলেন। সে চট্টগ্রাম হালিশহরের বাসিন্দা আক্তারুজ্জামানের মেয়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ওই নারী চিকিৎসক চট্টগ্রাম থেকে ঢাকায় একটি পরীক্ষা দেয়ার জন্য আসেন। আজ ভোরে মহাখালী থেকে সিএনজি অটোরিকশায় করে ফার্মগেট এ যাওয়ার পথে অজ্ঞাত কোনও যানবাহন সিএনজি কে ধাক্কা দেয়। এতে সি এন জি রাস্তায় ছিটকে পড়লে ওই নারী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও থানা পুলিশ সূত্র জানায় ঘটনার পর ঘাতক বাস চালক পালিয়ে গেছেন। তাদের আটক করা সম্ভব হয়নি।
লাশ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।
মন্তব্য করুন