দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রগুলোকে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত ও উন্নত করছে উত্তর কোরিয়া। গোপনে এসব কার্যক্রম চলছে। স্যাটেলাইটে ধারণকৃত ছবি বিশ্লেষণ করে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, উত্তর কোরিয়ার ইয়ংজেও-ডং পরীক্ষা কেন্দ্রের উন্নয়নের কাজ করা হয়েছে। ছবিতে আরও একটি পরীক্ষা কেন্দ্রের অস্তিত্ব দেখা গেছে যেটির কথা পূর্বে জানা ছিল না। এ দুইটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রই উত্তর কোরিয়ার পার্বত্য এলাকায় অবস্থিত। সিএনএন-এর হাতে আসা স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে বিশ্লেষকরা জানিয়েছেন, এ পরীক্ষা কেন্দ্রগুলো সম্ভবত উত্তর কোরিয়ার নতুন উদ্ভাবিত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা উত্তর কোরিয়ার ওপর নিবিড়ভাবে নজর রাখছি, তবে গোয়েন্দা তথ্য নিয়ে আমরা আলোচনা করতে পারব না।’ সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া ‘নতুন উদ্ভাবিত অত্যাধুনিক অস্ত্র’ পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে। বিভিন্ন সংবাদ প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে, উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বছরের শুরুর দিকে তিনি উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে আবারও বৈঠকে বসতে পারেন। সিএনএন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন