শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জম্মু-কাশ্মিরে পুলিশের গুলিতে ৩জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৪:৫৮ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত তিন স্বাধীনতাকামী। শনিবার সন্ধ্যায় হওয়া এ সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা সদস্য। খবর এনডিটিভি।
কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি বছর দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত ২৩২ বিচ্ছিন্নতাবাদী। যার মধ্যে গত ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮০ দিনে নিহত হয়েছে আরও ৫১ জন সন্ত্রাসী। আর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে প্রাণ হারায় কমপক্ষে ৮৫ জন।
ভারতীয় কর্মকর্তাদের দাবি, বর্তমানে কাশ্মির উপত্যকায় সক্রিয় বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা ২৪০। যাদের মধ্যে বহিরাগতের সংখ্যাও কম নয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুন থেকে ৫ ডিসেম্বরের মধ্যে কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীর গুলিতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছেন অন্তত দশজন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৮৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রিপন ৯ ডিসেম্বর, ২০১৮, ৯:২৪ পিএম says : 0
আমার সেসব ভাইবোনকে হিন্দুস্তান বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী বলছে, তারা আদতে বিচ্ছিন্নতাবাদী নয়, সন্ত্রাসীও নয়, তারা স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা। দ্বিখণ্ডিত কাশ্মীরের পাকিস্তানের অংশ গিলগিটের মুসলিম ভাইবোনরা যতটুকু স্বাধীনতার সাথে স্বীয় ইসলামি সংস্কৃতির জীবনযাপন করতে পারেন, ভারত অধিকৃত অংশ জম্মুকাশ্মীরের মুসলিম ভাইবোনেরা সেই স্বাধীনতা থেকে বঞ্চিত, বৈষম্য জুলুম, গুম খুনের শিকার। তাদের স্বাধীনতার স্পৃহাকে এভাবে দলন-পীড়ন-নিধন দিয়ে স্তব্ধ করে দেবার প্রয়াস চালিয়ে হিন্দুস্তানই নিজেদের সন্ত্রাসী রাষ্ট্রের চরিত্রটির পরিচয় দিচ্ছে। অতই যদি সভ্য সাধু সন্ত ধর্মনিরপেক্ষ অ-দ্বিজাতিতাত্ত্বিক হয়ে থাকে হিন্দুস্তান, তবে কেন জম্মুকাশ্মীরের নাগরিকদেরকেই গণভোটের মাধ্যমে নিজেদের পছন্দমতো রাষ্ট্রীয় অবকাঠামো গঠন ও পরিচালনার অধিকার দেয় না?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন